বিশ্বকাপের বাকি ৯ দিন গোল আর হলুদ কার্ড মিলেমিশে একাকার - EH News365

89

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Tuesday, June 5, 2018

demo-image

বিশ্বকাপের বাকি ৯ দিন গোল আর হলুদ কার্ড মিলেমিশে একাকার

Responsive Ads Here
60f8b4652116ed5956e9a6a80c0c0642-5b161ad116af2



বিশ্বকাপে নয়বার করে খেলতে এসেছে তিনটি দল। এদের মধ্যে দুটি দল হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র বিশ্বকাপে রানার্সআপ হওয়ার গৌরবও পেয়েছে। চিলি ফাইনাল না খেললেও তৃতীয় হয়েছে একবার। এ তিন দলের মিল কিন্তু শেষ হচ্ছে না বিশ্বকাপ খেলাতেই। এবারের বিশ্বকাপে নেই এ তিন দলের কেউই। এটাও তো এক ধরনের মিল।

হাঙ্গেরির রেকর্ড এখানেই থামছে না। বিশ্বকাপে দুবার দুই দলকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছিল দলটি। ১৯৫৮ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রাঙ্ক পুসকাসের হাঙ্গেরি। আর ১৯৮২ সালে এল সালভাদরকে ১০-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিল হাঙ্গেরি। ৯ গোলের ব্যবধানে জয়ের রেকর্ডে হাঙ্গেরির আধিপত্যে ভাগ বসিয়েছে যুগোস্লাভিয়া। ১৯৭৪ বিশ্বকাপে জাইরেকে ৯-০ গোলে হারিয়েছে দেশটি। 

1

বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখার রেকর্ডটি নেদারল্যান্ডসের। ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ৯টি হলুদ কার্ড দেখেছে কমলা সৈন্যরা। অবশ্য চাইলে অজুহাত দিতে পারে পারে ক্রুইফের দেশ। ২০০৬ সালে এমনই এক ম্যাচের উল্টো দিকে ছিল নেদারল্যান্ডস। সেবার শেষ ষোলোর ওই ম্যাচে পর্তুগালও দেখেছিল ৯টি হলুদ কার্ড। 

বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলে জয় না পাওয়ার রেকর্ড হন্ডুরাসের। ৯ ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি দেশটি। তবে মেক্সিকোকে এর চেয়েও ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ১৯৩০ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত টানা ৯টি ম্যাচ হেরেছে দেশটি!



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *