পানিতে চার্জ হবে স্মার্টফোন! - EH News365

89

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Tuesday, June 5, 2018

demo-image

পানিতে চার্জ হবে স্মার্টফোন!

Responsive Ads Here
092941_bangladesh_pratidin_3

প্রযুক্তিনির্ভর এই যুগে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে। আর স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার পাওয়া গেল যুগান্তকারী সমাধান। বিদ্যুৎ ছাড়াই জলে চার্জ হবে স্মার্টফোন। আর এরজন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছেন যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে লবনাক্ত পানি রয়েছে। যা কিনা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেওয়া যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিভাইসটি লবনাক্ত পানি দ্বারা পূর্ণ থাকে। এই পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ফোনে চার্জ দেওয়ার জন্য ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড ক্যাবল রয়েছে। ফলে খুব সহজেই ফোনে চার্জ দেওয়া যাবে।

জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারির সমমানের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তবে ডিভাইসটি দিয়ে একবারই মাত্র চার্জ দেওয়া সম্ভব। পাওয়ার কার্ডটির দাম করা হয়েছে ১.৫ ডলার।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *