বিশ্বকাপে লাসলো কিসের গড়া রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। - EH News365

89

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Wednesday, June 6, 2018

demo-image

বিশ্বকাপে লাসলো কিসের গড়া রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

Responsive Ads Here

বিশ্বকাপের বাকি ৮ দিন

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৮ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই



1


এল সালভাদরের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটের মধ্যেই ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। তারপরও কী বুঝে যেন পরের মিনিটে আন্দ্রাস তোরোসিককে তুলে লাসলো কিসকে মাঠে নামিয়েছিলেন হাঙ্গেরি কোচ কালমান মেসোলি। বাকিটা ইতিহাস।

জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও সালভেদরকে তিল পরিমাণ ছাড় দেয়নি হাঙ্গেরি। বাকি সময়ে এক গোল হজমের বিপরীতে তাঁরা করে আরও ৫ গোল। সব মিলিয়ে হাঙ্গেরির জয়ের স্কোরলাইন ১০-১। বিশ্বকাপ চূড়ান্ত পর্বের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। তবে ১৯৮২ বিশ্বকাপ গ্রুপ পর্বের সেই ম্যাচে লাসলো কিসও দুটি রেকর্ড গড়েছিলেন। আজও তা কেউ ভাঙতে পারেনি।

৬৯ মিনিটে নিজের প্রথম গোলটি করেছিলেন হাঙ্গেরির এই স্ট্রাইকার। বাকি ৪৫৮ সেকেন্ডের ব্যবধানে তিনি তুলে নেন আরও দুই গোল। অর্থাৎ হ্যাটট্রিক করেছিলেন কিস। বিশ্বকাপের ইতিহাসে বদলি হিসেবে মাঠে নেমে আজ পর্যন্ত এটাই প্রথম ও শেষ হ্যাটট্রিক। শুধু তা–ই নয়, বিশ্বকাপের ইতিহাসে এটা দ্রুততম হ্যাটট্রিকও—কিস এই কীর্তি গড়েছিলেন ৮ মিনিটের মধ্যে।

স্কটল্যান্ড ফুটবলের প্রাচীনতম দলগুলোর একটি। বিশ্বকাপেও দলটা মোটেও অপরিচিত নয়। তবে সেটা শুধু অংশ নেওয়ার সংখ্যা বিচারেই নয়, বরং ব্যর্থতার জন্যও স্কটিশদের বিশেষ সুনাম (!) রয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্কটল্যান্ড এ পর্যন্ত মোট ৮ বার খেলেছে। কিন্তু একবারও তারা গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার (৮) চূড়ান্ত পর্বে উঠেও প্রথম রাউন্ড পারি দিতে না পারা দলটা এই স্কটল্যান্ডই। শুধু তা–ই নয়, প্রথম রাউন্ড থেকে সর্বোচ্চ সংখ্যকবার (৮) ছিটকে পড়া দলটাও স্কটল্যান্ড।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দল জার্মানি। ১৯৫৪ বিশ্বকাপে ২৫ গোল করে শিরোপাও জিতে নিয়েছিল ফ্রিৎজ ওয়াল্টারের দল। তাহলে সবচেয়ে কম গোল করে শিরোপাজয়ী দল কোনটি? জবাব খুঁজতে বেশি পেছানোর দরকার নেই। ২০১০ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে স্পেন ৮ গোল করেছিল। এটাই বিশ্বকাপে সবচেয়ে কম গোল করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *