৩য় ও ৪র্থ শ্রেণীর শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)। ১১টি পদে সর্বমোট ৮১ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন শুরু হবে ১ জুন থেকে, আবেদনের শেষ সময় ২১ জুন ২০১৮।
পরিসংখ্যান অনুসন্ধায়ক পদে একজন,উচ্চমান সহকারী পদে সাতজন, ক্যাশিয়ার পদে চারজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নেয়া হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নয়জনকে নেয়া হবে। গাড়ি চালক হিসেবে আটজনকে নিয়োগ দেয়া হবে। এছাড়াও প্রতিষ্ঠানটি টেলিফোন অপারেটর পদে একজন, সিপাহী পদে চল্লিশ জন, ডেসপাচ রাইডার পদে একজন, ফটোকপি মেশিন অপারেটর পদে তিনজন, অফিস সহায়ক পদে ছয়জনকে নিয়োগ দেবে।
source;Bangladesh protideen
No comments:
Post a Comment