বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপ কোনটি? - EH News365

EH News365

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 9, 2018

বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপ কোনটি?


বলা হচ্ছে, এবার হয়তো সেই অর্থে গ্রুপ অব ডেথ নেই। তবে আর্জেন্টিনার গ্রুপটাই সবচেয়ে কঠিন। সব কটি দলই কাছাকাছি শক্তির। একক ফেবারিট নেই গ্রুপে, আর্জেন্টিনা কিছুটা হয়তো এগিয়ে। কোন দুটি দল এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে, বলা সবচেয়ে কঠিন। তবে ব্রাজিল-সমর্থকেরা বলতে পারেন, তাঁদের গ্রুপটাও সহজ তো নয়। পরশু প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী সবচেয়ে কঠিন গ্রুপ ‘ই’।

ফিফা র‌্যাঙ্কিং দলগুলোর বর্তমান শক্তিমত্তা বোঝার একটা মাপকাঠি তো অবশ্যই। সেদিক দিয়ে দেখলে যে গ্রুপের চারটি দলের মোট র‌্যাঙ্কিং সবচেয়ে কম হবে, সেই গ্রুপই তো সবচেয়ে কঠিন হওয়ার কথা। ‘ই’ গ্রুপের চার দল ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার সম্মিলিত র‍্যাঙ্কিং মাত্র ৬৫। মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে এরপরই ফ্রান্স, পেরু, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার গ্রুপ ‘সি’। আর সবচেয়ে দুর্বল গ্রুপ ‘এ’।

গ্রুপ ‘এ’ রাশিয়া (৭০), উরুগুয়ে (১৪), মিসর (৪৫), সৌদি আরব (৬৭)

১৯৬

গ্রুপ ‘বি’ পর্তুগাল (৪), স্পেন (১০), ইরান (৩৭), মরক্কো (৪১)

৯২

গ্রুপ ‘সি’ ফ্রান্স (৭), পেরু (১১), ডেনমার্ক (১২), অস্ট্রেলিয়া (৩৬)

৬৬

গ্রুপ ‘ডি’ আর্জেন্টিনা (৫), ক্রোয়েশিয়া (২০), আইসল্যান্ড (২২), নাইজেরিয়া (৪৮)

৯৫

গ্রুপ ‘ই’ ব্রাজিল (২), সুইজারল্যান্ড (৬), কোস্টারিকা (২৩), সার্বিয়া (৩৪)

৬৫

গ্রুপ ‘এফ’ জার্মানি (১), মেক্সিকো (১৫), সুইডেন (২৪), দক্ষিণ কোরিয়া (৫৭)

৯৭

গ্রুপ ‘জি’ বেলজিয়াম (৩), ইংল্যান্ড (১২), তিউনিসিয়া (২১), পানামা (৫৫)

৯১

গ্রুপ ‘এইচ’ পোল্যান্ড (৮), কলম্বিয়া (১৬), সেনেগাল (২৭), জাপান (৬১)

১১২

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here