বিমানে আইটি ব্যবস্থাপক পদে চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার - EH News365

EH News365

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 13, 2018

বিমানে আইটি ব্যবস্থাপক পদে চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আইটি ব্যবস্থাপক পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ওই নিয়োগে বেতন ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। নির্দিষ্ট সময় পর কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে চুক্তির মেয়াদ বাড়াবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪৫ বছর।

যোগ্যতা হিসেবে বলা হয়েছে, চাকরি প্রার্থীকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ সিআইএস/ প্রোগ্রামিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। স্নাতকে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। জিইডি ডিগ্রি এবং শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। উল্লেখিত বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন।

তথ্য-প্রযুক্তি খাতে ৫ বছর বা তারও বেশি অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সরাসরি বা পোস্টের মাধ্যমে চাকরির আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত।

বিডি প্রতিদিন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here