![]() |
টাঙ্গাইলের মধুপুরে বাঁশঝাড় থেকে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ পাওয়া গেছে; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। |
নিহত লিজা উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে। গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।
ওই এলাকার একটি বাঁশঝাড় থেকে শুক্রবার রাত ১১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয় বলে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.নজরুল ইসলাম জানান।
তিনি বলেন, “মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
No comments:
Post a Comment